e bulletin ASK

ASK OBSERVES INTERNATIONAL DAY IN SUPPORT OF VICTIMS OF TORTURE - 

Event Coverage in National News Media

Greetings from Ain o Salish Kendra (ASK), a national legal aid and human rights organisation in Bangladesh.

In observance to the International Day in Support for Victims of Torture, Ain o Salish Kendra (ASK) arranged an online discussion with the legal dignitaries, human rights activists, academicians, representatives from civil society organisations and journalists on 26 June 2021 on the Situation of Torture in Bangladesh and the various challenges that exists to ensure justice for the victims of torture and their family members.

Event Media Coverage English

1Govt slammed for not investigating custodial death, torture

New Age, June 27 2021

Local and international rights campaigners criticised the Bangladesh government on Saturday for its failure to address widespread allegations against torture and ill-treatment by its security and law enforcement agencies

They also accused the National Human Rights Commission for its poor performance in protecting victims.

They, however, called the government to form an independent inquiry commission to look into each of the reports of custodial torture or death according to the Torture and Custodial Death (prevention) Act 2013.

They made the urge on the United Nation’s International Day in Support of Victims of Torture on Saturday.

In a statement, ten international rights groups called on the United Nations and concerned governments to take action to that end.

‘Bangladesh human rights activists, international groups, and UN experts have all raised concerns about security force abuses, including ill treatment in custody only to be met with denials and lies,’ said Brad Adams, the Asia director of Human Rights Watch, in the statement. Read more

2. 30 extrajudicial killings reported till June

Dhaka Tribune, 26 June 2021

Torture in custody remains unabated despite being outlawed in the constitution, says Ain O Salish Kendra

No fewer than 33 people have died in custody till June this year and, of them, 30 were victims of extrajudicial killings, according to Ain O Salish Kendra (ASK).

Meanwhile, 238 people died in custody last year. 222 of them were victims of extrajudicial killings, while the rest died after reportedly being tortured.

The rights body presented the information in a virtual webinar, “Consequences of Torture in Bangladesh: Obstacles to Ensuring Justice for Tortured Victims and Their Families”, on Saturday.

ASK Director (programs) Nina Goswami made a brief presentation on the current situation of torture and deaths in custody in the country.

“Most of the time, the victim [of torture] or his family does not take legal action fearing for their safety. Those who dare to sue [the wrongdoers] are harassed and threatened and face various obstacles in the way of getting justice,” she said. Read more

3. Extra-judicial killing, custodial torture become everyday incident: ASK
TBS News
27, June 2021

In June this year, 33 people were victims of extrajudicial killings. Three of them died of physical torture before and after the arrest.

Human rights activists at a programme have said that forced disappearances, extra-judicial killings, custodial torture and deaths have become everyday incidents in Bangladesh while expressing their grave concerns regarding the issues.

In June this year, 33 people were victims of extrajudicial killing. Three of them died of physical torture before and after the arrest.

"Forced disappearances, extra-judicial killings, custodial torture and deaths have become everyday incidents in Bangladesh and institutions concerned have failed to play due roles," said human rights activist and General Secretary of Ain o Salish Kendra (ASK) Md Noor Khan.

At a meeting titled "Torture situation in Bangladesh: Problems to Ensure Justice to Victims and Their Families" organised by ASK on Saturday, Noor Khan also said, "People who would not be much vocal against such issues are appointed in the National Human Rights Commission of Bangladesh. In such an adverse situation, a coordinated effort is required to ensure rights to the victims and their families," Read more

4. Cruelties rising in chaotic time
Daily Star
, 26 June 2021
Incidents of brutalities have increased alarmingly in Dhaka and elsewhere in the country in recent months with killing, sexual abuse and torture becoming rampant.

Sorrowfully, family members were involved in a majority of these cases.

A son or daughter killing parents, parents killing a child, a husband killing his wife or vice versa -- these are some of the cruelties that made headlines in national media of late.

Criminologists and psychologists say such heinous crimes are on the rise due to weak family bonding, mental instabilities, and social disorders.

Many have become intolerant due to the prolonged effect of the Covid-19 pandemic, financial crunch, and absence of healthy entertainment. Emotional turmoil and depression have made many violent, even suicidal. Read more

 

Event Media Coverage Bangla

5. ফিরে আসা ব্যক্তিরা নির্যাতনের যে বিবরণ দেন, তা কল্পনাতীত: আসক
প্রথম আলো
, ২৬ জুন ২০২১
দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ‘নির্যাতন’ এমন জায়গায় পৌঁছেছে যে এখান থেকে শুধু মানবাধিকার বা এনজিও ঘরানার কাজ দিয়ে মুক্তি পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী কমিটির মহাসচিব নূর খান।

 জাতিসংঘ ঘোষিত নির্যাতিত ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে শনিবার ‘বাংলাদেশে নির্যাতনের পরিস্থিতি, নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রতিবন্ধকতাসমূহ শীর্ষক এক অনলাইন আলোচনা সভায় এসব কথা বলেন নূর খান।

মানবাধিকারকর্মী নূর খান বলেন, সাম্প্রতিক কালে পুরান ঢাকার একজন আইনজীবীকে উঠিয়ে নিয়ে ভয়াবহ নির্যাতন করা হয়েছে। কয়েক বছর আগে খুলনায় ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। এ নির্যাতনের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঝিনাইদহের কালীগঞ্জে একজন রাজনৈতিক কর্মী নিখোঁজ হওয়ার পর তাঁকে ট্রাকচাপা দিয়ে মারা হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। অথচ এসব হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। রাষ্ট্রের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গুম হওয়ার পর দু–একজন গোপনীয়ভাবে মানবাধিকারকর্মীর কাছে যে বয়ানগুলো দিয়েছেন, তা কল্পনা করা যায় না, কী ধরনের নির্যাতনের শিকার তাঁরা হয়েছেন। বিস্তারিত

6. আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনা উদ্বেগজনক
সংবাদ
, ২৬ জুন ২০২১
গত সাড়ে ৬ বছরে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মারা গেছেন ১৭২০ জন ব্যক্তি। এর মধ্যে রয়েছে রাজনৈতিক নেতা, বিভিন্ন অপরাধের ঘটনায় সন্দেহভাহন হিসেবে গ্রেপ্তার ব্যক্তি। তারা কথিত বন্দুকযদ্ধে বা আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে শারীরিক নির্যতানে মারা গেছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আসক বলছে ২০১৫ সাল থেকে শনিবার ২৬ জুন পর্যন্ত এসব মৃত্যুর মধ্যে গ্রেপ্তারের আগে বা পরে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন ১৬৫০ জন। আর রিমান্ড হেফাজতে, কারাগারে, থানা হেফাজতে শারীরিক নির্যাতনে মারা গেছেন ৭০ জন।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, দেশে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনা উদ্বেগজনক। প্রতিদিন দেশের কোথাও না কোথাও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আটকের পর নির্যাতন ও নির্যাতনে মৃত্যুর ঘটনা ঘটছে। থানা হেফাজত, কারাগার, রিমান্ড হেফাজতে আটক বা গ্রেপ্তার থাকা ব্যক্তিদের মৃত্যুর ঘটনায় কোন বিচার হচ্ছে না। বিস্তারিত

7. ৫ মাসে ৩০ বিচারবহির্ভূত হত্যা
আজকের পত্রিকা
, ২৬ জুন ২০২১
চলতি বছরের প্রথম পাঁচ মাসে ৩০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে। তা ছাড়া গ্রেপ্তারের আগে ও পরে শারীরিক নির্যাতনের কারণে মৃত্যু হয়েছে আরও তিনজনের। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গতকাল শনিবার আন্তর্জাতিক নির্যাতনবিরোধী সংহতি দিবস উপলক্ষে ‘বাংলাদেশে নির্যাতনের পরিস্থিতি: নির্যাতনের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রতিবন্ধকতাসমূহ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রতিবেদনটি প্রকাশ করা হয়। আসকের নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামাল জানান, এ বছরের জানুয়ারি থেকে মে মাসে দেশের শীর্ষস্থানীয় অন্তত ৯টি দৈনিক পত্রিকা এবং বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

মনোয়ার তাঁর বক্তব্যে বলেন, জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদ স্বাক্ষরিত হওয়ার বহু আগে ১৯৭১ সালে স্বাধীনতার পর প্রণীত বাংলাদেশের সংবিধানে নির্যাতনকে অবৈধ ঘোষণা করা হয়। বাংলাদেশের সংবিধানের ৩৫(৫) অনুচ্ছেদ–‘কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাবে না কিংবা নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না কিংবা কাহারও সহিত অনুরূপ ব্যবহার করা যাবে না।’– উল্লেখ করে মনোয়ার বলেন, দেশে আটক বা গ্রেপ্তারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় অধিকাংশ ক্ষেত্রে পুলিশ, পুলিশের গোয়েন্দা শাখা, র‍্যাব বা অন্যান্য রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগের খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। বিস্তারিত

8. আইনের আশ্রয় নিতে ভয় ভুক্তভোগীদের : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিয়ে আসকের পর্যবেক্ষণ
আমাদের সময়,
 ২৭ জুন ২০২১
অধিকাংশ সময় ভুক্তভোগী বা তার পরিবার নিজেদের নিরাপত্তার কথা ভেবে আইনের আশ্রয় নেওয়া তথা মামলা করার সাহস পান না। যারা সাহস করে মামলা করেছেন তারাও নানা পর্যায়ে হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন, ন্যায়বিচার প্রাপ্তির পথে নানা প্রতিকূলতার শিকার হচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যুর বর্তমান পরিস্থিতি নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পর্যবেক্ষণে এমনটাই জানানো হয়েছে। নির্যাতনের শিকার ভুক্তভোগীদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল শনিবার অনলাইন আলোচনাসভার আয়োজন করে সংগঠনটি।

আসকের নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামাল বলেন, ‘জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদ স্বাক্ষরিত হওয়ার বহু পূর্বে ১৯৭১ সালে স্বাধীনতার পর প্রণীত বাংলাদেশের সংবিধানে নির্যাতনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সংবিধানের ৩৫(৫) অনুচ্ছেদে বলা আছে- কোন ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাবে না কিংবা নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দ- দেওয়া যাবে না কিংবা তাহার সাথে অনুরূপ ব্যবহার করা যাবে না। অথচ আটক বা গ্রেপ্তারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় অধিকাংশ ক্ষেত্রে পুলিশ, পুলিশের গোয়েন্দা শাখা, র‌্যাব বা অন্যান্য রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগের তথ্য ও খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে।’বিস্তারিত

9. হেফাজতে নির্যাতিতদের ন্যায়বিচার নিশ্চিত জরুরি
সমকাল
, ২৭ জুন ২০২১
গ্রেপ্তার ও আটকের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তিকে পুলিশ বা অন্যান্য সংস্থার সদস্যের মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এটি বন্ধে সরকার ও সংশ্নিষ্টদের সঙ্গে অ্যাডভোকেসি প্রক্রিয়া আরও সক্রিয় ও জোরদার করতে হবে। পাশাপাশি নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের বিচার পাওয়া নিশ্চিত করতে এবং ভুক্তভোগীদের অধিকার রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে। জাতিসংঘ ঘোষিত নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে গতকাল শনিবার আইন ও সালিশ কেন্দ্র আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা ওঠে। 'বাংলাদেশে নির্যাতনের পরিস্থিতি, নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রতিবন্ধকতাসমূহ' শিরোনামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন আসকের সাবেক চেয়ারপারসন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মো. নুর খান, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, আসকের নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামাল, সহকারী অধ্যাপক মোহম্মদ গোলাম সারওয়ার প্রমুখ। আলোচনায় ১৩ দফা সুপারিশ উঠে আসে। বিস্তারিত


10. প্রথম আলো ই পেপার ২৭ জুন ২০২১

 

---