দরিদ্র ও অসহায় মানুষকে আইন সহায়তা প্রদান শীর্ষক মতবিনিময় সভা

১৯ নভেম্বর ২০১৯ টাঙ্গাইল জেলা ও দায়রা জজকোর্ট ভবনে আইন ও সালিস কেন্দ্র(আসক) এবং এর সহযোগী সংগঠন রুর‌্যাল পুওর ডিভেলপমেন্ট অর্গানাইজেশন (আরপিডিও) এর যৌথ আয়োজনে “দরিদ্র ও অসহায় মানুষের আইন সহায়তা প্রদান বিষয়ক মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ শওকত আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -বেগম খালেদা ইয়াসমিন, বিচারক(জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, টাঙ্গাইল, জনাব মো: আবুল মনসুর মিয়া, স্পেশাল জজ, টাঙ্গাইল, জনাব মো: রাশেদ কবির, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালত, টাঙ্গাইল, জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, টাঙ্গাইল, এসএম আকবর আলী, পিপি, টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত এবং আনন্দ মোহন আর্য্য, জিপি, টাঙ্গাইল জেলা জজ আদালত। সভায় টাঙ্গাইল জেলা ও দায়রা জজশীপের সকল বিচারকবৃন্দ এবং জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটবৃন্দ, টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির প্যানেল আইনজীবীবৃন্দ, আরপিডিও এর নির্বাহী পরিচালক রওশন আরা লিলি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন আসক এর নিনা গোস্বামী, এডভোকেট, সিনিয়র উপপরিচালক, প্রোগাম।

আসক ২০০৮ সাল থেকে টাঙ্গাইল জেলায় আরপিডিও এর সাথে যৌথভাবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য আইন সহায়তা প্রদান কর্মসূচী পরিচালনা করে আসছে। প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ শওকত আলী চৌধুরী আইন সহায়তার এই কার্যক্রমে কোন সহযোগীতার প্রয়োজন হলে তার অবস্থান থেকে তিনি সহযোগীতা করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।