ASK Calls for Withdrawal of Arrest and Immediate Release of Rickshaw Puller Azizur Rahman

On 15 August 2025, during the commemoration of Bangabandhu Sheikh Mujibur Rahman’s death anniversary at Dhanmondi-32, rickshaw puller Md. Azizur Rahman- like many other ordinary citizens- fell victim to mob intimidation. Reports indicate that from the night of 14 August, groups of so-called “mob vigilantes” had stationed themselves at the venue, harassing citizens by checking personal phones, subjecting them to interrogation, and physically assaulting them throughout the day of 15 August without any restraint. Many men and women were reportedly humiliated and attacked in this unlawful manner. Among them, Azizur Rahman was beaten and forcibly handed over to the police by the mob. Shockingly, Dhanmondi police later showed him arrested in connection with an earlier attempted murder case filed during the July student movement and sent him to court as a “suspected accused.” Ain o Salish Kendra (ASK) strongly condemns and protests this incident.

ASK notes with concern that many innocent citizens are being harassed under the cases filed during the July movement, despite repeated assurances by responsible government officials that arrests are being made only after careful scrutiny. The arrest of an ordinary citizen- who was merely present to pay respects- under a serious criminal charge is not only unacceptable but also a grave breach of the government’s stated policy and commitment to its citizens.

ASK firmly believes that physically attacking and subsequently arresting a citizen for attending a mourning event constitutes a violation of constitutional rights. The Constitution guarantees citizens the freedom to decide where they may or may not go, and neither any group nor the state has the authority to restrict this freedom arbitrarily.

Furthermore, ASK stresses that mourning, protest, support, silence, or expression of opinion- all fall within the ambit of fundamental rights. Suppressing these rights amounts to a direct violation of both the Constitution and human rights. If the state engages in politically motivated repression by stripping citizens of their safety and freedom, it becomes not only unacceptable but also a grave threat to democracy.

ASK strongly urges the government to immediately withdraw this arrest, release Azizur Rahman without delay, and guarantee the constitutional rights and freedoms of all citizens.

 

 

Can’t see Bangla? Please click here to open PDF file.

১৭ আগস্ট ২০২৫

সংবাদ বিবৃতি

গ্রেফতার প্রত্যাহার করে রিকশাচালক আজিজুর রহমানকে মুক্তি দেওয়া হোক

আইন ও সালিশ কেন্দ্র (আসক)

১৫ আগস্ট ২০২৫ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি-৩২ নম্বরে শোক জানাতে গিয়ে অন্য অনেক নাগরিকের মত মোঃ আজিজুর রহমান নামে একজন রিকশাচালকও মব সন্ত্রাসের শিকার হয় । “মব সন্ত্রাসীরা” ১৪ আগস্ট রাত থেকেই ৩২ নম্বরে অবস্থান নিয়ে সাধারন নাগরিকদের ব্যক্তিগত ফোন তল্লাশি এবং জিজ্ঞাবাদের নামে শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকে এবং বাধাহীনভাবে ১৫ আগস্ট সারাদিন যা অব্যাহত রাখে। এ ধরনের বেআইনি তৎপরতায়  লাঞ্ছনার শিকার হতে দেখা গিয়েছে নারী পুরুষ অনেককে। এরমধ্যে শোক জানাতে আসা রিকশাচালক আজিজুর রহমানকে মারধর করে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের হাতে তুলে দেয় ‘মব সন্ত্রাসীরা’। আশ্চর্যজনকভাবে, ধানমন্ডি থানায় পূর্বে দায়েরকৃত জুলাই ছাত্র আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় “সন্দিগ্ধ আসামী” হিসাবে তাঁকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

আমরা লক্ষ্য করছি, জুলাই আন্দোলনে দায়েরকৃত মামলা সমূহ অনেক নিরীহ নিরপরাধ নাগরিক হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ  প্রেক্ষিতে  সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বারবার দাবি করছে যে জুলাই আন্দোলনে দায়ের হওয়া মামলাগুলো যাচাই-বাছাই করেই গ্রেফতার করা হচ্ছে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, কেবল শোক জানাতে আসা একজন সাধারণ নাগরিককেও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিষয়টি শুধু নিন্দনীয় নয়, এটি সরকারের নিজস্ব ঘোষিত নীতি ও নাগরিকের প্রতি অঙ্গীকারেরও ঘোরতর বরখেলাপ।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, সাধারণ নাগরিককে শোক প্রকাশ করতে আসার কারণে শারীরিকভাবে আক্রমণ ও পরবর্তীতে কাউকে গ্রেফতার দেখানো নাগরিকের সাংবিধানিক অধিকার লঙ্ঘন। একজন নাগরিক কোথায় যাবে, কোথায় যাবে না– তা নির্ধারণ করার অধিকার কেবল সংবিধান প্রদত্ত স্বাধীনতার মাধ্যমে নাগরিকেরই থাকবে। অন্য কেউ বা রাষ্ট্রীয় সংস্থা এটি নির্ধারণ করতে পারে না। 

আসক আরো মনে করে, শোক প্রকাশ করা বা না করা, যে কোন বিষয়ে প্রতিবাদ,সমর্থন বা মৌনতা এবং মতপ্রকাশ- এসব নাগরিকের মৌলিক অধিকার। এ অধিকার দমন করা মানে সংবিধান ও মানবাধিকারের সরাসরি লঙ্ঘন। সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাধীনতা কেড়ে নিয়ে রাষ্ট্র যদি উদ্দেশ্যপ্রণোদিত দমনপীড়নে লিপ্ত হয় তবে তা শুধু অগ্রহণযোগ্য নয়, গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। 

আইন ও সালিশ কেন্দ্র (আসক) সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে, অবিলম্বে এই গ্রেফতার প্রত্যাহার করে আজিজুর রহমানকে মুক্তি দেওয়া হোক এবং নাগরিকের সাংবিধানিক অধিকারকে নিশ্চিন্ত করা হোক।