Mob Intimidation Threat at Freedom Fighter Md. Fazlur Rahman’s Residence: ASK Strongly Condemns and Expresses Deep Concern

According to media reports, since the morning of 25 August 2025, a group of organized individuals has gathered in front of the Segunbagicha residence of valiant freedom fighter and senior advocate Md. Fazlur Rahman, creating a mob and resorting to acts of intimidation. Ain o Salish Kendra (ASK) expresses its grave concern and strong condemnation over this incident.

Such mob intimidation not only threatens an individual but also instills fear across society, creating a sense of siege. These unlawful actions are a blatant violation of constitutionally guaranteed rights, including freedom of thought, conscience, and expression, as well as the right to personal security and dignity.

The Constitution of Bangladesh guarantees every citizen the right to protection of life and personal liberty (Articles 31 and 32) and the freedom of thought, conscience, and expression (Article 39). The incident outside the residence of Md. Fazlur Rahman gravely undermines these fundamental rights. This is not merely an affront to a senior freedom fighter but also a reprehensible attempt to spread fear in society and suppress dissent.

ASK firmly emphasizes that failure by the state to ensure citizens’ fundamental rights constitutes not only a violation of the Constitution but also a breach of Bangladesh’s international commitments. Protecting citizens’ rights is a core responsibility of the state; neglecting this duty undermines constitutional guarantees and strikes at the heart of democratic values. Immediate and effective measures are required to put an end to such mob intimidation.

ASK strongly urges the authorities to take visible and decisive action to stop such practices without delay. It also calls for necessary steps to ensure the security of senior lawyer and freedom fighter Md. Fazlur Rahman and his family.

 

Can’t see? Please click here to open PDF file.

 

২৫ আগস্ট ২০২৫

সংবাদ বিবৃতি

বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানের বাসার সামনে মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শন

আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা

 

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যাচ্ছে, ২৫ আগস্ট ২০২৫ সকাল থেকে বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র এডভোকেট মো. ফজলুর রহমানের ঢাকার সেগুনবাগিচা এলাকার বাসার সামনে একদল সংঘবদ্ধ লোক মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শন করছে। এ ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে ।

মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কেবল একজন ব্যক্তিকে নয়, বরং তা পুরো সমাজকে আতঙ্কিত ও অবরুদ্ধ করার সমতুল্য। এ ধরনের বেআইনি তৎপরতা সুস্পষ্টভাবে সংবিধানে প্রদত্ত নাগরিকের মত প্রকাশ, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং ব্যক্তিগত নিরাপত্তা ও মর্যাদার অধিকার-এর উপর স্পষ্ট হস্তক্ষেপ।

বাংলাদেশ সংবিধান প্রত্যেক নাগরিককে জীবন ও নিরাপত্তার নিশ্চয়তা (অনুচ্ছেদ ৩১ ও ৩২) এবং চিন্তা, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতা (অনুচ্ছেদ ৩৯) প্রদান করেছে। মো. ফজলুর রহমানের বাসার সামনে সংঘটিত মব এর ঘটনা এসব মৌলিক অধিকারকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। এই ঘটনা শুধুমাত্র একজন প্রবীণ বীর মুক্তিযোদ্ধাকে অপমান নয়, বরং সমগ্র সমাজের উপর ভীতি সঞ্চার এবং ভিন্নমত দমন করার ন্যাক্কারজনক প্রচেষ্টা।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) জোর দিয়ে বলছে- রাষ্ট্র যদি নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়, তবে তা শুধু সংবিধান লঙ্ঘন নয়, বরং বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকার সমূহ এড়িয়ে যাওয়ার শামিল। রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষা করা। এ দায়িত্ব পালনে ব্যর্থতা শুধু সংবিধানের পরিপন্থী নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আঘাত। অবিলম্বে এ ধরনের মব রাজনীতি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) জোরালো আহ্বান জানাচ্ছে, অবিলম্বে এ ধরনের মব বন্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হোক, নচেৎ রাষ্ট্রের আইনের শাসন ও গণতান্ত্রিক ভিত্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী মো ফজলুর রহমান ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।