ASK Expresses Concern Over the Incident of Violence in Khagrachhari District and Calls for a Fair Investigation

Ain o Salish Kendra (ASK) expresses deep concern over the recent incident of violence in Khagrachhari district, which led to the death of three individuals, injuries to several others, and arson attacks on homes and business establishments of ordinary people. At the same time, ASK calls for a judicial inquiry so that evidence-based actions can be taken against all those responsible and the safety of the survivor and her family can be ensured.

According to media reports, widespread anger and protests erupted following the rape of a Marma schoolgirl. In pursuit of justice, local youths had been carrying out demonstrations, blockades, and strikes over the past few days. However, during these protests, tensions escalated, and measures taken to control the situation turned more violent, ultimately resulting in deadly clashes.

ASK believes that if any form of excessive use of force occurred during this incident, the government must immediately investigate the matter and take appropriate measures. We also observe that tensions are frequently flaring up in the Chittagong Hill Tracts, causing harm to lives and property. It appears that the recurrence of such incidents is partly due to the absence of proper investigation into past incidents and failure to address the underlying causes.

Furthermore, ASK emphasizes that Bangladesh is a multi-ethnic and multi-cultural country. This diversity is our strength—not a source of division. Establishing peace in the Hill Tracts is not only crucial for the indigenous communities but also intrinsically linked to national unity and the country’s image. Violence, intimidation, and provocation are never solutions; they only breed mistrust and instability, obstructing the overall progress of the state. We must remember that citizens’ rights are equal for all. Any injustice, discrimination, or threat to the safety of one community ultimately weakens the state itself.

ASK urges the government to immediately form a judicial inquiry commission to identify the true causes of the incident and hold the perpetrators accountable. Justice for the survivor of the rape case must be ensured, while the families of those killed and injured should be provided with adequate compensation and proper rehabilitation. It is the responsibility of the state to safeguard the lives, property, and dignity of its citizens. Failure to uphold this responsibility will inevitably affect society as a whole.

Can’t see? Please click here to open PDF file.

২৯ সেপ্টেম্বর ২০২৫

সংবাদ বিবৃতি

খাগড়াছড়ি জেলায় সহিংসতার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর উদ্বেগ ও সুষ্ঠু তদন্তের দাবি

খাগড়াছড়ি জেলায় সহিংস ঘটনায় তিনজনের মৃত্যু, বেশ কয়েকজনের আহত হওয়া এবং সাধারণ মানুষের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানাচ্ছে, যাতে ঘটনার সাথে সংশ্লিষ্ট সকল দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রমাণভিত্তিক ব্যবস্থা নেওয়া যায় এবং ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।

গনমাধ্যম সুত্রে জানা যায়, মার্মা সম্প্রদায়ের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর এলাকাজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। ন্যায়বিচারের দাবিতে স্থানীয় তরুণেরা বিক্ষোভ, অবরোধ ও হরতাল পালন করে আসছিল বিগত কয়েকদিন। কিন্তু প্রতিবাদ চলাকালীন সময়ে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ আরও ভয়াবহ রূপ নেয়, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপান্তরিত হয়।

আসক মনে করে, সংঘটিত ঘটনায় যদি কোনরূপ অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনা ঘটে থাকে, সরকার যেন তাৎক্ষণিকভাবে তদন্ত করে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। আমরা লক্ষ্য করছি, পার্বত্য এলাকায় প্রায়ই উত্তেজনা সৃষ্টি হচ্ছে, যা জনজীবন ও জানমালের ক্ষয়ক্ষতির কারণও হচ্ছে। অতীতে সংঘটিত এ ধরনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং পেছনের অন্তর্নিহিত কারণ নিরূপণ না হওয়ায় এই ধরনের ঘটনা বারবার ঘটছে বলে প্রতীয়মান হচ্ছে।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) আরো মনে করে, বাংলাদেশ একটি বহুজাতি ও বহু সংস্কৃতির দেশ। এই বৈচিত্র্য আমাদের শক্তি, বিভেদ নয়। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা কেবল পাহাড়ি জনগোষ্ঠীর জন্য নয়, বরং জাতীয় ঐক্য ও দেশের ভাবমূর্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সহিংসতা, ভীতি ও উসকানি কখনোই সমাধান নয়। এগুলো কেবল পারস্পরিক অবিশ্বাস ও অস্থিতিশীলতা সৃষ্টি করে এবং রাষ্ট্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। আমাদের স্মরণ রাখতে হবে, নাগরিক অধিকার সবার জন্য সমান। কারও প্রতি অবিচার, কারও প্রতি বৈষম্য কিংবা কারও নিরাপত্তা হুমকির মুখে পড়া মানে রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হওয়া।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) দাবি জানাচ্ছে, অবিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে এবং ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করতে হবে। ধর্ষণের শিকার কিশোরীর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, একই সঙ্গে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের জীবন, সম্পদ ও মর্যাদা রক্ষা করা। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর পরিণতি পুরো সমাজকেই বহন করতে হবে।